রায় শুনে আতিঙ্কত কামারুজ্জামান

Slider জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

 

82819_kamaruujanam

স্টাফ করেসপন্ডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত কয়েদী কামারুজ্জামান আপলি মামলার রায়ে মৃত্যুদন্ড বহাল থাকার সংবাদ শুনে বিমূর্ষ হয়েছেন। তবে তিনি কোন মন্তব্য করেননি। রাষ্ট্রপতির নিকট ক্ষমা চাওয়ার বিষয়টি রায়ের কপি পেলে ভেবে দেখবেন বলে কারাগারের গোপন সূত্রে জানা গেছে।

সোমবার ঢাকা কেন্দ্রিয় কারাগার কাশিমপুর পার্ট-২ এর সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির এ কথা জানান। কামারুজ্জামান বর্তমানে ওই কারাগারের “চল্লিশ সেল” নামক ফাঁসির সেলে বন্দি আছেন।

কারাগারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আপিল মামলার রায় কামারুজ্জামানকে শুনানোর পর তিনি আঁতকে উঠেন। কিছুক্ষন চুপ থেকে বিমূর্ষ হয়ে যান। তবে রাষ্ট্রপতির নিকট ক্ষমা চাইবেন কি না জনৈক কারারক্ষীর এমন প্রশ্নের জবাবে কামারুজ্জামান বলেছেন, রায়ের কপি আসলে পরে দেখা যাবে।

জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের আপিল মামলার চূড়ান্ত রায় সোমবার ঘোষণা করা হয়েছে। রায়ে তার মৃত্যুদন্ডাদেশ বহাল হয়। ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ তার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। ১৭ সেপ্টেম্বর কামারুজ্জামানের আপিল মামলার শুনানি শেষ হওয়ার পর রায়ের তারিখ অপেক্ষমাণ রাখা হয়। ২নভেম্বর রায়ের তারিখ ঘোষনা করা হয়। সোমবার চূড়ান্ত রায় ঘোষনা করা হল। তিনি অনেক দিন ধরেই ঢাকা কেন্দ্রিয় কারাগার কাশিমপুর পার্ট-২ এ বন্দি আছেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *