টঙ্গী ও বিমানবন্দরে সাত ছিনতাইকারী গ্রেপ্তার

Slider ফুলজান বিবির বাংলা

গাজীপুর : র‌্যাব-১ এর একাধিক অভিযানে টঙ্গী ও রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৩ মে) রাত ৯টায় র‌্যাব-১ এর অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। একই দিন সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, শাহ আলম (১৮), হৃদয় হোসেন (২২), রাসেদুল ইসলাম (১৮), সাকিল (২০), রাসেল (২৪), রফিক (২২) ও শেখ ফরিদ (৩৪)।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা ও রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের দলনেতাসহ ওই সাতজন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় ধৃত ছিনতাইকারীদের কাছ থেকে সাত টি ছুরা, একটি মোবাইল ফোন ও নগদ ২দুই হাজার ১শ’ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে বাড়ী ফিরতে পারে এ লক্ষ্যে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি ও কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র‌্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *