স্বেচ্ছাচারিতা মেনে নিয়ে চুপ করে বসে থাকাও অপরাধ : ড. কামাল

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

83098_kamal

গ্রাম বাংলা ডেস্ক: বিশিষ্ট আইনজীবি ও গণফোরোমের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ১৬ কোটি মানুষের পক্ষ থেকে আমারও প্রশ্ন কেন ৩ নভেম্বর জেল হত্যার বিচার হচ্ছে না ? ১৯৭৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩৯ বছর হয়েছে। কেন এত বছর জাতিকে অপেক্ষা করতে হচ্ছে? এবারো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায়। এর আগেও ছিল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, তাহলে বিচার হচ্ছে না কেন? তিনি আরো বলেন, স্বেচ্ছাচারিতা মেনে নিয়ে চুপ করে বসে থাকাও অপরাধ।

জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেসকাবের অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন একথা বলেন।

গণফোরামের উদ্যোগে এ আলোচনাসভায় ড. কামাল হোসেন দেশে গুম, হত্যা, অপহরণের ঘটনা বঙ্গবন্ধুসহ চার নেতার আদর্শের প্রতি অসম্মান। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে জাতিকে বিভক্ত করার জন্য। অপরদিকে চার নেতা বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেইমানি করেননি। তারা জীবনের ঝুঁকি নিয়ে সব ধরণের আপসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আপসের প্রস্তাব প্রত্যাখ্যান করে জেলে গেছেন। তাই এসব নেতার প্রতি সম্মান দেখাতে হবে দলমত নির্বিশেষে।

এদিকে সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, আমরা কোনো স্বেচ্ছাচারিতা মেনে নিতে পারি না। স্বেচ্ছাচারিতা মেনে নেয়া অপরাধ। অন্যায় অবিচারকে মেনে নেয়া হচ্ছে অপরাধ। দেশে স্বেচ্ছাচারিতা মেনে নিয়ে চুপ করে বসে থাকাও অপরাধ। তিনি সবাইকে ঐকবদ্ধ হয়ে জাতীয় ঐক্যের জন্য কাজ করতে আহবান জানান। তিনি বলেন, ঐক্যে যেনো ফাটল ধরাতে না পারে সেব্যাপারে কঠোর হতে হবে। বিভেদ সৃষ্টিকারীরাই ঐক্যে ফাটল ধরাতে সক্রিয়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে গণফোরামের প্রেসিডিয়ামের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক ডাকসু নেতা সুলতান মোহাম্মদ মনুসুর আহমদ, সাইদুর রহমান সাঈদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *