গাজীপুরে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দিয়েছে সদর উপজেলা প্রেস ক্লাব

Slider গ্রাম বাংলা বিনোদন ও মিডিয়া

 

Gazipur Sadar Pressclub PIC--2

 

 

আলী আজগর পিরু/ সামছুদ্দিন, গাজীপুর অফিস;  গাজীপুরে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দিয়েছে সদর উপজেলা প্রেস ক্লাব।

রোববার বিকেলে হোতাপাড়া শ্যামলী রিসোর্টে দিনব্যাপী এক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের এ সম্বর্ধনা দেওয়া হয়।

এসময় গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মো: আলাউদ্দিনের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সভাপতি এম এ কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পুলিশ সুপার মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অনলাইন প্রেস ক্লাব বাংলাদেশ এর  সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  ড. এ কে এম রিপন আনসারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির। অসলো ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. নূরুল ইসলাম শেখ, হোতাপাড়া বাজার কমিটির সভাপতি আব্দুল বাতেন মোল্লা, মানারত ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রফিকুজ্জামান রোমান, গাজীপুর জেলা যুবলীগের সহ সভাপতি আলহাজ  রিয়াজ উদ্দিন রিয়াজ।

অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা কবি ও লেখক শাহান সাহাবুদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক মাহবুবুল আলম প্রমূখ।

সম্বর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ শেখ গোলাপ, আলী আজগর শেখ মধু, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের তথ্য ও প্রচার সম্পাদক আলী আকবর প্রমূখ।

অনুষ্ঠানের গাজীপুর সদর উপজেলা ৪১ জন মুক্তিযোদ্ধাকে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সম্বর্ধনা দেওয়া হয়। এসময় ক্লাবের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

সবশেষে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী পপি শারমিন, মাছরাঙা টেলিভিশনের ম্যাজিক বাউলিয়ানার সেরা-৩ এর মেহজাবীন দিবা প্রমূখ গান পরিবেশন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *