দেশে সন্ত্রাসবাদের কারণ গণতন্ত্রকে বিপন্ন করা: ফখরুল

Slider রাজনীতি

 

17082_fakhrul

 

 

 

 

 

 

দেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে তা মোববিলায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ পরিচালনায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে সমঝোতায় বসার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদের মূল কারণ গণতন্ত্রকে সংকোচিত করা, গণতন্ত্র বিপন্ন করা এবং বিরোধী মতকে সহ্য না করা। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতি এখন শুন্য হয়ে গেছে। পাকা স্বৈরতন্ত্র ও এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে সরকার। এই ইউপি নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রমানিত করেছে বিরোধী দলকে নির্বাচনে যেতে দিতে চায় না। জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, উপজেলা চেয়ারম্যান নুরুল হক, আইনুল হক মাস্টার, জিয়াউর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *