জাফর উল্লাহ চৌধূরীর আবেদন মঞ্জুর  

Slider জাতীয়

84499_jafor

আদালত অবমাননা বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধূরীর সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ সকালে এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে আদালত আগামী ৫ই আগষ্ট পর্যন্ত সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। আদালত অবমাননার জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২২শে জুলাই ট্রাইব্যুনালে হাজির হয়ে তার ব্যাখ্যা  দেওয়ার তারিখ ধার্য ছিল। সকালে ট্রাইব্যুনাল-২-এ হাজির হয়ে জবাব দাখিলের জন্য সময়ের আবেদন জানান জাফরুল্লাহ চৌধুরী। তার সময়ের আবেদন মঞ্জুর করে ৫ই আগস্ট তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে তৃতীয়বারের মতো ট্রাইব্যুনালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হলেন জাফরুল্লাহ চৌধুরী। এর আগে অবমাননার জন্য ট্রাইব্যুনাল-১তােেক সতর্ক করেছিলেন। আর ট্রাইব্যুনাল-২ তাকে এজলাসে এক ঘণ্টা আটকে রাখার দ- ও অর্থদ- দেন। সবশেষ ৬ই জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশের দুজন সংগঠক। ৭ই জুলাই এ আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ ও মোর্শেদ আহমেদ খান। শুনানিতে তারা বলেন, গত ১০ জুন আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন ট্রাইব্যুনাল-২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *