পাঁচবিবিতে ট্রাকে পেট্রোলবোমায় শ্রমিক দগ্ধ

জাতীয়

Petrol_boma_sm_925754113

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চলন্ত মালবাহী ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুন লেগে দগ্ধ হয়েছেন ট্রাকের এক শ্রমিক।

বুধবার (০৮ এপ্রিল) রাত ১২টার দিকে পাঁচবিবি-শিরট্রি সড়কের ভারাহুত গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ট্রাক শ্রমিক শহিদুল ইসলাম (৪০) জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া মহল্লার আজগর আলীর ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, রাতে রড বোঝাই করে ওই ট্রাকটি জয়পুরহাট শহর থেকে পাঁচবিবি উপজেলার চাঁনপাড়ায় যাচ্ছিল। পথে ভারাহুত এলাকায় ৭/৮ দুর্বৃত্ত অতর্কিতে ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায়।

এতে মুহূর্তে ট্রাকে আগুন লেগে ওপরে থাকা চার শ্রমিকের মধ্যে শহিদুল ইসলামের মাথার বাম পাশের কিছু অংশ দগ্ধ হয়। দ্রুত সঙ্গীরা তাকে আধুনিক জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য শহিদুলকে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার সকালে  ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলাম জানান, শহিদুল এখন আশঙ্কামুক্ত।

এদিকে, এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে ওই এলাকা থেকে আটক করেছে পুলিশ। তারা হলেন, সদর উপজেলার হাঁটু ভাঙ্গা গ্রামের ইব্রাহীম হোসেন (৩০), পাঁচবিবি উপজেলার ভারাহুত গ্রামের আবু বকর সিদ্দিক (৪০) ও একই গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *