টঙ্গী থানায় জিডি: জাতীয় পতাকার প্রতি অবমাননার অভিযোগ

Slider জাতীয় টপ নিউজ ঢাকা তথ্যপ্রযুক্তি নারী ও শিশু বাংলার আদালত রাজনীতি সারাদেশ সারাবিশ্ব

PKG Bangladeshi flag contempt

ষ্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: দেশের পতাকার উপরে বিদেশী পতাকা উড়িয়ে অবমাননার প্রতিবাদে টঙ্গী থানায় সাধারন ডাইরী করেছেন স্থানীয় এক সাংবাদিক।

রোববার টঙ্গী থানায় ওই সাধারণ ডায়েরী হয়। জিডির বাদী সময় টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ও গাজীপুর প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদ্য মোঃ শফিকুল ইসলাম টিটিু।

জিডিতে বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী, সংগঠন বা রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে দেশে অরাজকতা বা অস্থিরতা সৃষ্টির জন্য জাতীয় পতাকার অসম্মান  করে রাষ্ট্র বিরোধি আচরণ করছেন। অতি উৎসাহী কিছু লোক দেশের স্বাধীনতা ও সার্বভৌত্বকে প্রশ্নবিদ্ধ করে অবমাননা করার জন্য এ ধরণের অপরাধ সংঘটন করে থাকতে পারেন।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন সাধারন ডাইরীর সত্যতা নিশ্চিত করে বলেন, জাতীয় পতাকার প্রতি অবমাননা দেশের কোন সচেতন মানুষ মেনে নিতে পারে না।  বিষয়টি জাতীয় ইস্যূ বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *