গাজীপুরে ইসলামী ব্যাংকের সামনে গুলি করে টাকা ছিনতাই

Slider অর্থ ও বাণিজ্য গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ নারী ও শিশু বাংলার মুখোমুখি রাজনীতি সারাদেশ

DSC06218

ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: মহানগরের শিববাড়িতে ইসলামী ব্যাংকের সামনে থেকে গুলি করে টোবাকো কোম্পানীর এক ডিলারের ১৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। গুলি বিদ্ধকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তবে ছিনতাই হওয়া টাকার অংক কোন ভাবেই প্রকাশ করছেন না ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান।

রোববার বেলা ১২টার দিকে ইসলামী ব্যাংক গাজীপুর শাখার সামনে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর শহরের সিনা হাসপাতাল ভবনে অবস্থিত এ এম আই টোবাকো কোম্পানীর কর্মকর্তা জনৈক হারুনর রশিদ ১৫লাখ টাকা জমা দেয়ার জন্য ইসলাম ব্যাংকের গাজীপুর শাখায় যান। ব্যাংকের সামনে গাড়ি থেকে নামার সময় দুটি মোটর সাইকেল যোগে ৫ছিনতাইকারী হারুনর রশিদকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে হারুনর রশিদ মাটিকে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

সূত্র জানায়, এলাকাবাসী গুরুতর আহতকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। আহতের কোমড়ে গুলির চিহৃ রয়েছে।

সদর হাসপাতালে টোবাকো  কোম্পানীর কর্মকর্তা মোঃ আদনান আহতের ছবি তোলতে সাংবাদিকদের নিষেধ করেন। কত টাকা ছিনতাই হয়েছে তাও বলতে অপারগতা প্রকাশ করেন।

পুলিশের একটি সূত্র জানায়, ১৫ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে জানতে পেরেছি। কিন্তু ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ঘটনাস্থলে উপস্থিত গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ছিনতাই হওয়া টাকার সঠিক অংক জানাতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *