স্বপ্ন ————কোহিনূর আক্তার

Slider সাহিত্য ও সাংস্কৃতি

একা চলতে চলতে পাশের ছায়াটাকে
ভুলে গেছি ।
ভুলে গেছি ভরপুর স্বপ্নকে, খুব ভয়
হয় স্বপ্ন দেখতে , মণিকোঠায় অশ্রু নড়ে উঠে !
দুঃখ আমার অনলে জ্বলে ,চাঁদের প্রদীপ হয়ে !
আকাশটা ভরা তাঁরা বন্ধনে চিত্ত হারা,
দিগন্ত পথে রক্তকরবী অবশেষে রূপের ঢেউয়ে
আমাকে দোলায় ।
এই বুঝি স্বপ্ন পূর্ণতায় নববধূর ঘোমটা,
হাতে লাল রেশমি চুরি, লাল পেড়ে হলুদ শাড়ী,
গায়ে কাঁচা হলুদের গন্ধ সুখের মানচিত্র এঁকে বসে
কুঁড়ে ঘরে ।
নিপূণভাবে স্বপ্ন ভেঙ্গে দেয় দূষিত মহা-বানী ।
কেনো কেনো স্বপ্নকে গর্ভপাত করে সমাজ সংস্কারক
মহা-যোজ্ঞরা ?

মনের যজ্ঞ হতে পারিনি সাবিত্রীর শ্মশান মাঠে !
তবে কালিমালিপ্ত এঁকে দিলো মনো সংসারে।
নিঃশ্বাসের শব্দে কেঁপে উঠে বক্ষদেশ
আঘাতে বসে কষ্ট শূল
দূরে টলে স্বপ্ন কূল ।

১৯/১১/১৯
°°°°°°°°°°°°°

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *