শ্রীপুরে তিন দিনব্যাপী ইসলামী বন সম্মেলন

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে তিন দিনব্যাপী ইসলামী বন সম্মেলন ২৪ ফেব্রুয়ারী বুধবার থেকে শুরু হয়েছে। উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে মানিকগঞ্জ দরবার শরীফের উদ্যোগে ও শ্রীপুর ইসলামী বন সম্মেলন পরিচালনা কমিটির আয়োজনে তিন দিনব্যাপী ছিদ্দিকীয়া নন্দন কানন বনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বন সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা হুমায়ুন কবির হিমু জানান, প্রতি বছরের মতো (২৪ ফেব্রুয়ারী) বুধবার থেকে শুরু হয়েছে ইসলামী বন সম্মেলন। ২৭ ফেব্রুয়ারী (শনিবার) আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইসলামী বন সম্মেলন ও হালকায়ে যিকির। আখেরী মোনাজাত পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, দার্শনিক গবেষক পীরে কামেল মানিকগঞ্জ দরবার শরীফের প্রধান খলিফা হযরত মাওলানা মুফতি ড. মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী। সম্মেলনে ভলান্টিয়ার হিসেবে দায়িত্বে রয়েছেন দুই হাজার ভক্ত, এছাড়াও পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা।

ইসলামী বন সম্মেলনে এবার দেশী ও বিদেশী মিলে ৫ থেকে ৭ লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করছেন শ্রীপুর ইসলামী বন সম্মেলন পরিচালনা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *