উভয় পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়ছে লেনদেন

অর্থ ও বাণিজ্য

image_157636.shair- horijontalদেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সপ্তাহের  দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গছে। জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসই সূচক ৯৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৩টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষ কম্পানির মধ্যে ওঠানামা করে এবি ব্যাংক, ওয়ের্স্টান মেরিন, অগ্নি সিস্টেমস, গ্রামীণফোন, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা, যমুনা অয়েল, বিডি থাই, খান ব্রাদার্স ও সামিট অ্যালায়েন্স পোর্ট।
লেনদেন হয়েছে মোট ৩৪১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অন্যদিকে, সিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর  সূচক ২১৪ পয়ন্টে বেড়ে ৯ হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করে। এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার দর। লেনদেন হয় মোট ২৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *