৪ দিন জেল খাটল ৮ গাধা!

Slider বিচিত্র

1401261_kalerkantho_pic

 

 

 

 

সারি বেঁধে জেলের ভেতর দিয়ে বেরিয়ে আসছে আটটি গাধা! জেল গেটে দাঁড়িয়ে থাকা রক্ষী তাদের বাইরে বেরনোর পথ দেখিয়ে দিচ্ছেন। ভাবছেন, এতগুলো গাধা সংশোধনাগারের ভেতরে ঢুকল কীভাবে? ওরা ঢোকেনি।

ওদের সাজা খাটতে জেলে ঢোকানো হয়েছিল। বিশ্বাস হচ্ছে না! এমনটাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জলায়ূঁতে।

কেন জেল হয়েছিল তাদের?আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, জেলের সামনে লাগানো দামি গাছ খেয়ে ফেলেছিল তারা। সেই অপরাধে চার দিন জেল হেফাজতে থাকতে হল ওই আট গাধাকে।

পুলিশ জানিয়েছে, ওই গাধাগুলির মালিককে সতর্ক করা সত্ত্বেও তিনি তাদের সেখানেই ছেড়ে দেন। ফলে গাছ খেয়ে ফেলে তারা। পরে গাধাগুলোকে আটক করে পুলিশ। মালিকের অনুরোধেও তাদের ছাড়া হয়নি। সোমবার স্থানীয় এক বিজেপি নেতার মধ্যস্থতায় তারা ছাড়া পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *