কয়েকদিন আগের কথা। তানজ়ানিয়া ছুটি কাটাতে গিয়েছিলেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারা খান।
দর্শকমহলে তিনি সংস্কারি স্ত্রী নামে পরিচিত। সেখান খেকে নিজের একাধিক ছবি পোস্ট করেছেন। বিকিনি ছবিতেও দেখা গেছে তাঁকে। সেই ছবি এখন সোশাল সাইটে ঘুরে বেড়াচ্ছে।
সংস্কারি বহু হিসেবে দর্শকমহলে পরিচিত হলেও বাস্তব জীবনে নিজেকে অন্যভাবে তুলে ধরতে চান সারা। ছবিগুলি দেখে কেউ কেউ বলছেন সেকথা। পর্দায় সংস্কারি বউকে যেন বাস্তবে চেনার উপায় নেই।
এখন শক্তি: অস্তিত্ব কী এহসাস কী সিরিয়ালে অভিনয় করছেন সারা। তাঁর অন্য সিরিয়ালগুলি হলো বিদায়, বাত হামারি পাক্কি হ্যায়, সন্তোষী মা, ভাগ্যলক্ষ্মী ইত্যাদি বিশেষভাবে উল্লেখ্য।
পরদায় সংস্কারি স্ত্রী হলেও বাস্তবের সারা একেবারেই আলাদা। বেড়াতে, বন্ধুদের সঙ্গে পার্টি করতে, আড্ডা মারতে তিনি ভালোবাসেন। নিজের ইনস্টাগ্রামে মাঝে মাঝেই ছবি পোস্ট করে থাকেন। সেসব ছবিতে নয়া লুকে দেখা যায় তাঁকে।