তুরাগ তীরে জোড় ইজতেমা শুরু

Slider জাতীয়

092527tangi_ijtema_kalerkantho_pic

 

 

 

 

টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ শুক্রবার ফজর নামাজের পর মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হয়।

আগামী মঙ্গলবার মোনাজাতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হবে।

এ বিষয়ে বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে পাঁচ দিনের জন্য জোড় ইজতেমার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিন লাখ মুসুল্লি এতে অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা রবিউল হক।

তিনি আরো জানান, কালেমা, নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্যে মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় মুরুব্বিরা বয়ান করবেন। পরে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে সেই বাণী শোনাবেন।

ইজতেমাকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) সাখাওয়াত হোসেন জানান, টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *