ঢাকা: আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা।
প্রতি বছরের মতো এবারো বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের ৯, ১০ ও ১১ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইজতেমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার ৫টি দেশের নাগরিকদের এবারের ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
এদিকে গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।