ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু

নারী ও শিশু
image_155315.image_107879_0ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ মহিলা পরিষদের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে পক্ষকালব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, পটগান পরিবেশন, আলোচনা সভা, ছাত্র-শিক্ষক মতবিনিময় প্রভৃতি।
আজ মঙ্গলবার অপরাজেয় বাংলার পাদদেশে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কর্মসূচির উদ্বোধন করেন। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন তানিয়া হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আয়েশা খানম উপস্থিত ছিলেন।
যৌন হয়রানি-নিপীড়নমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে আরেফিন সিদ্দিক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের যৌন হয়রানি বা নিপীড়ন বরদাশত করা হবে না।” যৌন নিপীড়নকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করে ভিসি বলেন, এ ধরনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই চাকরিচ্যুতি, বাধ্যতামূলক ছুটিসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভিসি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পেছনে রেখে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। দেশে নারীর ক্ষমতায়নে বর্তমান প্রজন্মকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *