দাবি না মানলে রাস্তা থেকে না সরার ঘোষণা শ্রমিকদের

Slider ঢাকা

mirpur

মালিক এসে তাদের বকেয়া বেতন-ভাতার দাবি পূরণ না করা পর্যন্ত রাস্তা থেকে সরবেন না বলে জানিয়েছেন রাজধানীর মিরপুর-১ নম্বরে সড়ক অবরোধ করা একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনরত শ্রমিকরা।

এর আগে, সোমবার সকাল ১০টা থেকে বকেয়া বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামে কয়েকশ’ শ্রমিক। এসময় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে শ্রমিকদের ছোড়া ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনা মাথা ফেটে যায় শাহআলী থানার ওসি (অপারেশন্স) মেহেদি হাসানের। আহত হয় আরও ৯ জন।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী জানান, সোমবার সকাল ১০টার দিকে শাহআলী থানাধীন একটি গার্মেন্টসের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামেন। শ্রমিকরা রাস্তায় যানচলাচলে বিঘ্ন ঘটালে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আহত হয়েছেন ওসি অপারেশন্স মেহেদি হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *