আন্তর্জাতিক মহলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ভারত-চীন। আর তারই জের ধরে চীনা সেনাদের সতর্ক করে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। যুদ্ধকে মাথায় রেখে আরো শক্তিশালী সেনাদল গঠন করার কথাও তিনি বলেছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, আগামী ১ অগাস্ট চীনা সেনা তাদের ৯০তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে। ১০০০বর্গ কিলোমিটারেরও বেশি স্থান জুড়ে রয়েছে তাদের সবথেকে বড় ট্রেনিং বেস।
ডোকালাম নিয়ে ভারত-চীন সমস্যার মধ্যেই পালিত হবে চীনা সেনাদের এই প্রতিষ্ঠা দিবস। সম্প্রতি পিএলএ এক বার্তা দেয়, ডোকালামে আরো চীনা সেনা মোতায়েন করা হবে। যার সমর্থনে কথা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ কর্ণেল য়ু কিয়ান।