চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান। গতকাল দুপুর দেড়টার দিকে তাকে ঢাকার বারিধারার বাসা থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। গতকাল বিকালে মেয়র মান্নানের ব্যক্তিগত সচিব নাহিদুল ইসলাম জনি বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন। তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান বৃহস্পতিবার দুপুর থেকে জ্বরে ভুগছেন। জ্বরের সঙ্গে শরীর ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়। অবস্থার উন্নতি না হওয়ায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক কনসালটেন্ট ইকবাল হোসেন জ্বরের লক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করে চিকুনগুনিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন। এ সময় চিকিৎসক মেয়র মান্নানকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পরামর্শ দেন। মেয়র মান্নান হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে ভর্তি আছেন। তার সঙ্গে স্ত্রী মিসেস সাজেদা মান্নানসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন। এদিকে সুস্থতার জন্য দেশবাসী তথা গাজীপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র মান্নান।