যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকেরা সবচেয়ে বড় রাজাকার: প্রধানমন্ত্রী

Slider জাতীয় সারাদেশ

be28d948a0e2914210fdee213435aade-06-09-16-PM-32

বাসস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকদের সবচেয়ে বড় অপরাধী ও রাজাকার হিসেবে বর্ণনা করে এদের বিচারে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে, তাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছে এবং ভোট চুরি করে যারা বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বসিয়েছে, তারাই সবচেয়ে বড় অপরাধী ও রাজাকার।’
প্রধানমন্ত্রী বলেন, তারা মানবতাবিরোধী এবং বাংলাদেশের মাটিতে তাদের বিচার হওয়া উচিত। তাদের বিচারে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যকরী কমিটি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, যারা যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনা উচিত।’ তিনি বলেন, তারা কেন যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে…তারা জানত যে এ আলবদর ও রাজাকাররা জনগণকে নির্যাতন করেছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং গণহত্যা চালিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *