তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জনগণকে চোখ-কান খোলা রাখতে বলেছেন। আজ রাজধানীতে বাংলাদেশ বেতার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি হবে। এই কমিটি ও প্রশাসনকে সহযোগিতা করুন। জঙ্গি দমনে ১৬ কোটি মানুষের সহযোগিতা চাই।’ তিনি আরও বলেন, জঙ্গিদের যারা দোসর, যারা জঙ্গি উৎপাদনের কারখানা, মদদদাতা, তাদের সবাইকে চিহ্নিত করা হবে। কোনো দলকে দমন করা হচ্ছে না। যারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের দমন করা হচ্ছে। মানি লন্ডারিং মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জেল-জরিমানা হওয়ার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, টাকা পাচার হয়েছে। চুরি দমন করা হয়েছে। এখানে ব্যক্তি মুখ্য নয়।