সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বাল্যবিয়ে দেওয়ার দায়ে কাজীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় বরের মাকেও জরিমানা করা হয়।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত ফারজানা এ রায় দেন।
সাজাপ্রাপ্ত কাজী মো. আব্দুল বারী (৪২) উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর বটতলা গ্রামের মো. সাহেব আলীর ছেলে।
ইউএনও ইশরাত ফারজানা জানান, গত ১৭ ফেব্রুয়ারি উপজেলার বড়কুড়া গ্রামের সোলেমান সরকারের ছেলে সানোয়ার হোসেনের (২৯) সঙ্গে একই গ্রামের সোলাইমান সেখের মেয়ে স্কুল ছাত্রী প্রিয়ন্তি ইসলামের বাল্যবিয়ে দেন ওই কাজী। খবর পেয়ে রাতে ভ্রাম্যমাণ আদালত ওই কাজী অফিসে অভিযান চালিয়ে আব্দুল বারীকে আটক করে।
এ সময় আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। তবে বরের বাড়িতে কাউকে না পাওয়ায় তার মা মোছা. রুবয়াকে (৪৫) এক হাজার টাকা জরিমানা করা হয়।