মোহনায় মিলন”

Slider সাহিত্য ও সাংস্কৃতি

942815_1555898654726202_2568450460229410787_n

 

 

 

 

 

 

 

 

মোহনায় মিলন”

——————খায়রুননেসা রিমি

মোহনায় যার ঠিকানা কেন

তবে সে খুঁজছে অন্য আশ্রয় ?

কেনইবা দগ্ধ করছে তাকে?

মিলনের নেশায় মোহনা ছুটছে

বন্য হরিণীর মতো

ছুটতে ছুটতে অবশেষে ক্লান্ত হয়ে পড়লো ।

কোথাও পেলনা তার এতোটুকু দর্শন ।

রাতের অভিসারে মিলন আসে

ধারণ করে ওষ্ঠে চুম্বন ,

ছলাকলায় স্বপনের অঞ্জন

মেখে দেয় তার ক্ষুদ্র দুটি চোখে ।

স্বপ্নে বিভোর হয়ে ভাসতে থাকে

মোহনা সবুজ শ্যাওলার মত

মিলনের অভিপ্রায়ে ।

মিলন আসেনা,মিলন হয়না-

শুন্যতায় শুকিয়ে যায় মোহনার জল।

সে জলে এখন মিলন না হওয়ার কষ্ট ,

কষ্ট কাঠের আগুনে পুড়ে

ছাই হল সবকিছু,

সোনালি স্বপ্ন, স্বপ্নিল দুটি চোখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *