গাজীপুরে ২পুলিশ সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

Slider গ্রাম বাংলা টপ নিউজ

16658_gazipur

 

 

গাজীপুর অফিস: বিচারকের বেতন তুলতে গিয়ে ব্যাংকের ভেতরে  আদালতের এমএলএসএস কে  মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় দুই পুলিশ সদস্য ও  এক ব্যাংক কর্মকতা সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত। 

সোমবার গাজীপুরের সিনিয়র জুডিশিাল ম্যাজিষ্ট্রেট আদালত ্ওই গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

আসামীরা হলেন, গাজীপুর কোর্ট বিল্ডিং শাখা সোনালী ব্যাংকের ক্যাশিয়ার নিহারঞ্জন, কর্তব্যরত পুলিশ সদস্য ইসমাইল ও জাহাঙ্গীর আলম এবং ব্যাংকের নিরাপত্তা কর্মী চাঁন মিয়া সহ ৫জন।

মামলা থেকে জানা যায়. গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট-৩ আদালতের এম এল এস এস ঝন্টু কুমার দাস বেলা দেড়টার দিকে বিচারক শহিদুল ইসলামের বেতন তুলতে সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখায় যান। সেখানে প্রবেশের সময় আসামীরা ঝ্নটুকে মারধর করে রক্তাক্ত জখম করে। অতঃপর আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তাক্ষনিক মামলা হলে আদালত সকল আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *