শারমিন সরকার
শ্রীপুর অফিস: শ্রীপুরে বিদ্যুৎ সংযোগ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
শুক্রবার উপজেলার কাফিলাতলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার দুপুরে মোতালেবের পুত্র আরিফ ও একই এলাকার রফিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের রফিকুল ইসলাম (৫৫), শারমিন (১৮), ময়না (৪০), আব্দুল মোতালিব (৪৫), হাসিনা (৩৫), মিতানুর (১৪) গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থয় রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।