কলাপাড়ায় মোটরসাই‌কেল-ট্রলি সংঘর্ষে নিহত ১

Slider জাতীয়

 

2016_01_08_20_14_57_qbEhu1p6uSkMcsXSA69mRJ1pTAd2KI_original

 

 

 

 

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপ‌জেলায় মোটরসাই‌কেল ও ট্রলির মু‌খোমুখি সংঘ‌র্ষে আবদুর র‌হিম (২৮) নামে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন ব‌শার নামে আরো একজন। হতাহতরা মোটরসাইকেল আরোহী।

রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার মোজাহার উদ্দিন বিশ্বাস ক‌লে‌জের সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

‌নিহত আবদুর র‌হিমের বাড়ি ওই একই এলাকায়।

আহত ব‌শার‌কে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জি এম শাহ‌নেওয়াজ জানান,  আবদুর র‌হিম ও বাশার মোটরসাই‌কেলে করে বা‌লিয়াতলী থে‌কে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে ওই কলেজের সামনে এলে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের (ট্রলি) সংঘ‌র্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবদুর র‌হিমের। এসময় বাশার আহত হন।

‌তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলি চালককে আটক করে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *