প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকতে চাই না

Slider রাজনীতি

ershadsm_554783910

 

 

 

 

ঢাকা : প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকতে চান না বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার বিকেলে বনানীতে এরশাদের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নিজেই একথা জানান।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই পদ থেকে পদত্যাগের জন্য আমি প্রধামন্ত্রীর কাছে গিয়ে অনুরোধ করবো। এই পদে আর থাকতে চাই না। সংগঠনের জন্য সারা দেশ ঘুরে বেড়াতে চাই ও কাজ করতে চাই।’

গত পরশুদিন রংপুরে এরশাদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তার ছোটভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান এবং উত্তরসূরী ঘোষণা করেন। এদিকে ঢাকায় পার্টির সরকার সমর্থক সাংসদ ও সভাপতিমণ্ডলীর নেতাদের একাংশের ‘যৌথ সভা’ থেকে এরশাদের সিদ্ধান্তকে ‘গঠনতন্ত্রবহির্ভূত’ ঘোষণা হয়। সেইসঙ্গে এরশাদের স্ত্রী বিরোধী দলীয় নেতা রওশনকে দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন’ করা হয়েছে বলে জানান পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এতে একাধিকবার ভাঙনের মুখে পড়া জাতীয় পার্টিতে নতুন দেখা দেয় সঙ্কট। এরই পরিপ্রেক্ষিতে এরশাদ জিয়া উদ্দিন বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব পদে পুনর্বহাল করলেন।

আর রওশন এরশাদের ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন’ হওয়ার বিষয়ে এরশাদ বলেন, ‘ওটা রওশনের স্টেটমেন্ট ছিল না, ছিল বাবলুর স্টেটমেন্ট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *