বগুড়ায় হত্যা মামলায় প্রেম প্রত্যাখ্যাত যুবকের মৃত্যুদন্ড

Slider বাংলার আদালত

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি: এক কিশোরীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে তার বাবা ছায়েদ আলী ওরফে ছায়দালী (৪০) কে হত্যার দায়ে অভিযুক্ত আসামী মো: রনি আহম্মেদ (২৮) কে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি রনি আহম্মেদ বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিতপুর পূর্বপাড়ার মো: সাইফুল ইসলামের ছেলে। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে এই মৃত্যুদন্ড কার্যকর করার জন্য রায়ে নির্দেশ দেয়া হয়েছে। এই মামলার অপর ৩ আসামির বিরুদ্ধে অভিযোগে প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাসের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল এই মামলার রায় দেন। উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার পেরী সরকার পাড়ার নিহত ছায়দানী ওরফে ছায়েদ আলীর কিশোরী মেয়েকে আসামি রনি আহম্মেদ প্রেম নিবেদনসহ বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ওই কিশোরী ও তার বাবা মা রাজি না হওয়ায় আসামি রনি তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই এক পর্যায়ে রনি আহম্মেদ গত ২০১৮ সালের ৫মে রাত ৮টার দিকে ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করে ওই কিশোরী ও তার বাবা ছায়েদ আলীকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে রাস্তায় নিয়ে গিয়ে অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। গুরুতর আহত ছায়েদ আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ ব্যাপারে ওই কিশোরী মা মরিয়ম বেগম গাবতলী থানায় হত্যা মামলা দায়ের করে। গাবতলী থানার পুলিশ পরিদর্শক মো: সোহেল রানা মামলাটি তদন্ত শেষে ওই আসামিসহ ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে এপিপি এড. মো: নাছিমুল করিম হলি এবং আসামি পক্ষে এড. ফয়জুর রহমান চৌধুরী, এড. আনোয়ার হোসেন, এড. আ: গফুর ও এড. শফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *