ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে

Slider জাতীয়


আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। যানজট নেই, তবে ধীরে চলছে যানবাহন।

আজ বুধবার ভোর থেকে কয়েক শ’ ঘরমুখী মানুষকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় ভিড় করতে দেখা গেছে। অনেকে আগে থেকে বাসের টিকিট করে রেখেছেন, কাঙ্ক্ষিত বাস পেলেই উঠে পড়ছেন। কিন্তু যারা আগে থেকে টিকিট করেননি, তারা তাৎক্ষণিক দরদাম করে ভাড়া মিটিয়ে গাড়িতে উঠছেন

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুল ইসলাম বলেন, আজ সকালে যানবাহনের কিছুটা চাপ ছিল। তবে এটি স্বাভাবিক সময়ের চিত্র। এখনো ঈদের ছুটির চাপ পুরোপুরি পড়েনি। শিল্পকারখানায় ছুটি হলে যানবাহনের চাপ বাড়বে কয়েক গুণ। যানজট নিরসনে হাইওয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর থেকে কালিয়াকৈর সড়কে যানবাহনের কোনো চাপ নেই বললেই চলে। তবে নবীনগর-কালিয়াকৈর সড়কে ভোর থেকে তিন-চার কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *