১০ বছর আগে ট্রেন আমার পা নিল, আজ বাবাকে কেড়ে নিল ট্রেন

Slider গ্রাম বাংলা

রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার বিকেলে ঢাকা-মংয়মনসিংহরেল সড়কের কাওরাইদ স্টেশনের উত্তর পাশে সুতিয়ানদী ব্রীজের পাশে। তাৎক্ষনিক ভাবে নিহতদের এক জনের পরিচয় পাওয়া যায়নি। স্বজনরা এক জনের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। কাওরাইদ মড়ল পাড়া গ্রামের সাইবালীর ছেলে গিয়াসউদ্দিন (৫০) ব্যক্তির মরদেহ রেল সড়কের পাশে পরে আছে।

স্থানীয়রা জানান নিহত ওই দু’ব্যক্তির একজনের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলায়। রবিবার বিকেলে ওই দুই ব্যক্তি রেল সড়কের উপর দিয়ে হেঁটে সুতিয়া নদীর রেলসেতু পার হতে যাচ্ছিলো। এ সময় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পেছন থেকে ধাক্কাদেয় ব্রিজের নিচে মাটিতে পড়ে যায়, এতে ঘটনাস্থলে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয় সূত্রে আরো জানা যায়, যোগযোগ ধরে ওই সেতু দিয়ে মানুষ প্রতিনিয়ত পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে পারাপাড় হয়ে থাকে। এর আগেও ওই সেতুতে এমন ঘটনা ঘটেছে। স্থানীয়দের সাথে আরো কথা বলে জানা যায়, গত ১০ বছর আগে নিহত গিয়াস উদ্দিনের মেয়ে ও ট্রেন দুর্ঘটনায় হাফিজা বেগম তার একটি পা হারায়।

কাওরাইদ স্টেশনের কর্তব্যরত স্টেশন মাষ্টার আল আমীন হোসেন জানান, ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃতু হয়েছে। রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে।
জয়দেবপুর রেল ওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. সেতাফুর রহমান জানান, ট্রেনে ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *