চিনির দাম কেজিতে ১০০ টাকার নিচে নামার আশ্বাস

Slider অর্থ ও বাণিজ্য

চিনির দাম কেজিতে ১০০টাকা কমার আশ্বাস

দুই-তিনদিনের মধ্যে চিনির দাম কেজিতে ১শ’ টাকার নিচে নেমে আসবে। রোববার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান ভোক্তা অধিকার মহাপরিচালক এ এইচ সফিকুজ্জামান।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাইকারি পর্যায়ে চিনি মজুদকারীদের বিরুদ্ধে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভোক্তা অধিকার মহাপরিচালক এ সময় জানান, এতদিন গ্যাসের সাপ্লাই ঠিক না থাকায় চিনির উৎপাদন কমে গেছে। চিনির ফ্যাক্টরিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

ব্যবসায়ী নেতারা বলেন, কোম্পানি থেকে চিনি দেয়া হচ্ছে না বলেই বাজারে চিনির সংকট দেখা দিয়েছে। পাইকারদের বিরুদ্ধে নয়, বরং যারা শত কোটি টাকার ব্যবসা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *