পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে যাত্রী পারাপার তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এসময় শুধুমাত্র আনন্দ ভ্রমণ প্যাকেজ চালু থাকবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ মে) ঈদের দিন দুপুরে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির গুলশান ঘাটে টিকিট কাউন্টারের সামনে এ সংক্রান্ত একটি পোস্টার টানিয়ে দেওয়া হয়েছে।
পোস্টারে লেখা আছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ থাকবে। শুধুমাত্র নৌ ভ্রমণ প্যাকেজ চালু থাকবে। আদেশক্রমে-কর্তৃপক্ষ।
ওয়াটার ট্যাক্সি গুলশান কাউন্টার
এ বিষয়ে গুলশান ঘাটের কাউন্টার ম্যানেজার আমিনুল ইসলাম বলেন, এই তিন দিন শুধু আনন্দ ভ্রমণ সার্ভিস চালু রাখা হয়েছে। ঈদে সাধারণত বিনোদনপ্রেমীদের অনেকে হাতিরঝিলে ঘুরতে আসেন। তাদের বিনোদনের জন্যই রাখা হয়েছে ভ্রমণ প্যাকেজ। এক ঘণ্টার জন্য জনপ্রতি টিকিটের মূল্য ৮০ টাকা ধরা হয়েছে।