একদিনে করোনায় রেকর্ড ৮৩৬৪ জন শনাক্ত, আরও ১০৪ জনের মৃত্যু

Slider জাতীয়

ঢাকাঃ দেশে করোনায় একদিনে রেকর্ড ৮ হাজার ৩৬৪ জন শনাক্ত হয়েছেন। এর আগে চলতি বছরের ৭ই এপ্রিল ৭ হাজার ৬২৬ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। একদিনে শনাক্তের হার প্রায় ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ২৭৬ জনে। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭০ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৫৬৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৩টি নমুনা সংগ্রহ এবং ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে বিভাগ বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ২৭ জন। শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯৮ জন। এই বিভাগে শনাক্তের হার ১৯ দশমিক ৭৯ শতাংশ। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ১৮ দশমিক ১৩ শতাংশ। আগের দিনের চেয়ে ৬ শতাংশের বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকায়। মারা গেছে ১৭ জন।

ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৫ জন। শনাক্ত রোগীর সংখ্যা ২৭৩ জন। শনাক্তের হার ২০ দশমিক ৩২ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ১৯ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ৮১১ জন। শনাক্তের হার ২২ দশমিক ৪৮ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ৭ জন। শনাক্ত হয়েছে ৮৮৩ জন। শনাক্তের হার ২০ দশমিক ৬০ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ৯ জন। শনাক্তের সংখ্যা ৫২০ জন। শনাক্তের হার ৪২ দশমিক ২০ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৩৫ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৬৪ জন। শনাক্তের হার ৪৬ দশমিক ২৮ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ২ জন। শনাক্তের সংখ্যা ১৮১ জন। শনাক্তের হার ৩৮ দশমিক ৭৫ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ২৩৪ জন। শনাক্তের হার ৩০ দশমিক ৭৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *