করোনাভাইরাসের সংক্রমণে কারণে আগামী জুনে হতে যাওয়ায় এশিয়া কাপ স্থগিত করা হয়েছে। আয়োজক দেশ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ বুধবার রাতে লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছে, করোনার এই মুহূর্তে আগামী জুনে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ আয়োজন সম্ভব হচ্ছে না।
মূলত গেল বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের এই আসরটি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণের কারণে সেটি স্থগিত করা হয়। পরে সময় পিছিয়ে এ বছর জুনে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এখন সেটাও বাতিল হয়ে গেল।