ঢাকা: আত্মরক্ষার জন্য গাড়ি চালকদের কাছে লাইসেন্স করা অস্ত্র দেয়ার কথা বললেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের পরিদর্শন শেষে শনিবার বিকেলে তিনি এ কথা বলেন।
চালকদেরও লাইসেন্স করা অস্ত্র দেয়া হবে জানিয়ে মহসিন আলী বলেন, পুলিশ-র্যাব যদি গুলি করতে চায় তাহলে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। কিন্তু চালকদের কাছে যদি লাইসেন্স করা অস্ত্র দেয়া হয় তাহলে তারা আত্মরক্ষার্থে নাশকতাকারীদের দমন করতে পারবে। তবে এটা আমার ব্যক্তিগত মতামত।
দগ্ধদের জন্য আপাতত ৫ থেকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে বলে জানান তিনি। প্রতিটি ইউনিয়নে নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নাশকতার শিকার যারা হয়েছেন তাদের সহায়তা পৌঁছে দেয়ার জন্য চেয়ারম্যান ও মেম্বারদের সুনির্দিষ্ট ইন্সট্রাকশন দেয়া আছে বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী।
মন্ত্রী বলেন, বার্ন ইউনিটের ভেতরের দৃশ্য দেখার পর আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি তিন-চারদিন এখানে এসেছি। যারা এ ধরনের কাজ করেছে তারা মানুষ হলে তা করতে পারত না।