আওয়ামী লীগের সমালোচনায় প্রধামন্ত্রীর উপদেষ্টার কন্যা

Slider জাতীয়

08_58221

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর পুত্রবধূ মায়া আউয়াল তার শ্বশুরের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে ‘উদ্ভট ও স্পষ্টত মিথ্যা’ বলে অভিহিত করেছেন। একটি ইংরেজি দৈনিকে গত বৃহস্পতিবার প্রকাশিত ‘এ ম্যারেজ অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড’ শীর্ষক নিবন্ধে তিনি বলেন, তার পিতা গওহর রিজভী প্রধানমন্ত্রীর উপদেষ্টা। নিছক অভ্যাস, পৈতৃক আনুগত্য অথবা পারিবারিক দায়িত্ববোধ থেকেই শুধু নয়, বাংলাদেশে যা হওয়া উচিত বা যা হতে পারে বিষয়ে সহমতের কারণে তিনি বর্তমান সরকারকে সমর্থন করেন। তিনি লিখেছেন, ‘স্বাধীনতার বহু পরে জš§ হওয়া আমার অনেক সমসাময়িকদের মতো আমিও মুক্তিযুদ্ধের মূল্যবোধে-গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সামাজিক ন্যায়বিচার আত্মস্থ হয়েছি।’ মায়া আউয়াল তার নিবন্ধে বলেন, চলতি অবরোধে সহিংসতা ও মৃত্যু ঘটছে, সাংবিধানিকভাবে দৃঢ় একটি সরকারকে উৎখাতের উদ্দেশ্যে দেশকে নতজানু করতে চাইছে এ অবরোধ। এ তিনি মেনে নিতে পারেন না। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতাদের হয়রানি করা ও ভীতি প্রদর্শন করাটাও আমি মেনে নিতে পারি না।’ নিবন্ধে তিনি অভিযোগ করেন, রাজনীতি ছাড়তে ও স্তব্ধ হতে তার শ্বশুরকে বাধ্য করার জন্য তার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও সহিংসতার সাতটি মামলা দেওয়া হয় এক পক্ষকালের মধ্যে। শুধু ৬ জানুয়ারিই বাস পোড়ানো ও পুলিশ অফিসারকে বোমা মারার অভিযোগে তিনটি মামলা হয়। ৬ জানুয়ারি তিনি বাড়ির বাইরেই যাননি। মায়া তার শ্বশুর সম্বন্ধে লিখেছেন, ‘তার রাজনীতির কিছু কিছু বিষয়ে আমার দ্বিমত আছে, যা নিয়ে তার সঙ্গে প্রায়ই বিতর্ক হয় আমার। কিন্তু তার মতো সম্মানীয় ব্যবসায়ী নেতাকে যিনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেছেন এবং বেসরকারি খাত উন্নয়নে অবদান রেখেছেন ও স্বনামখ্যাত নাগরিককে রাজনৈতিক পরিচয়ের জন্য যেভাবে হেনস্থা করা হচ্ছে তাতে আমি ভয়ার্ত।’ শ্বশুরের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার নিষ্পত্তির জন্য আদালতে সুষ্ঠু শুনানি অনুষ্ঠানের দাবি জানিয়ে মায়া আউয়াল লিখেছেন, ‘রাজনীতির ধারায় আমাদের সমাজে মেরুকরণ ঘটেছে। আমাদের মতভেদ থাকবে তবু আমরা একমত না হওয়া বিষয়ে মতৈক্য করতে পারি। মতানৈক্যটা সামাজিক সম্পর্কের অন্তরায় হওয়া উচিত নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *