সিলেট প্রতিনিধি : সিলেটের প্রবেশমুখ সংলগ্ন পুরানপুলস্থ মেডিসিন মার্কেট খ্যাত ফেমাস মার্কেটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সিলেট জেলা প্রশাসন, র্যাব-৯ ও ঔষধ প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আজ বুধবার (২৬ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসনের ম্যাজিষ্টেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লাইসেন্স, নিম্নমানের ঔষধ, স্বাস্থ্যবিধি লংগন ও ফার্মাসিষ্ট না থাকায় তিনটি ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ঔষধ প্রশাসন সিলেটের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জানান, লাইসেন্স, নিম্নমানের ঔধষ ও ফার্মাসিষ্ট না থাকার কারণে তিনটি প্রতিষ্টানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে ফেমাস সার্জিক্যালকে ১০ হাজার টাকা, এমএম ফার্মেসীকে ৫ হাজার ও সার্জিক্যাল অ্যান্ড সান্টিফিক ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জরিমানার পাশাপাশি ফার্মেসী তিনটিকে সর্তক করে দেয়া হয়েছে।