গণঅভ্যুত্থানকে কটাক্ষকারী শাওনকে যা বললেন প্রেস সচিব

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের হাসিনা ডাস্টবিনের ছবি পোস্ট নিয়ে কটাক্ষ করেন হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। প্রেস সচিবের সেই পোস্টের স্ক্রিনশট নিজের ফেসবুকে পোস্ট করে গণঅভ্যুত্থানকে নিয়েও কটাক্ষ করেন এই ফ্যাসিস্ট দোসর ‌
এরপর তার সাম্প্রতিক ও পূর্ববর্তী ফেসবুক পোস্ট সামনে এনেছেন শাওন। যা নিয়ে চলছে আলোচনার ঝড়। এর মধ্যে শাওনকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করেছেন শফিকুল আলম নিজেও।

আজ সোমবার ( ৩ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া এক পোস্টে প্রেস সচিব বলেন, ‘এটা ভালো ব্যাপার যে মেহের আফরোজ শাওন আমার ফেসবুক ডায়রি পড়ছে। কেউ যখন আমার সবগুলো লাইন আগ্রহ নিয়ে পড়ে আমি খুবই খুশি হই। আমি লিখতে ভালোবাসি, আর যখন অনেক মানুষ তা পড়ে তখন আশি খুশি হই।’
বাংলাদেশে অনেক পাঠক প্রয়োজন উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘এতে করে তাদের পড়ার গণ্ডি বাড়বে। শুধুমাত্র মাও লিটল রেড বুক কিংবা আমাদের ক্ষেত্রে অসমাপ্ত আত্মজীবনীর মতো লেখা থেকে বের হয়ে অন্য লেখাও পাঠক পড়বে। আমি বাংলাদেশের অনেক বিষয় নিয়ে লিখেছি। যার মধ্যে অনেক বিতর্কিত বিষয়ও ছিল। এমনকি গাঁজাখোরদের নিয়েও লিখেছি আমি।’
শফিকুল আলম আরো লিখেন, ‘সবাইকে আমার ফেসবুক ওয়ালে স্বাগতম। গত বছর আমি পাঁচ লাখেরও বেশি শব্দ লিখেছি এবং হাজার হাজার ছবি পোস্ট করেছি। আশা করি আপনারা হতাশ হবেন না। একমাত্র যেই বিষয়টি নিয়ে আপনারা হতাশ হতে পারেন তা হচ্ছে টুঙ্গিপাড়ার অশান্ত সেই ছেলেটি কিংবা বাংলার কসাই নিয়ে তেমন কোনো লেখা পাবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *