বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের মুলিবাড়িতে পুলিশের ভ্যান, বাস ও ট্রাকের পর পর সংঘর্ষে এক পুলিশসহ অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, সিরাজগঞ্জ পুলিশ লাইনের কনস্টেবল আব্দুল বাসেত ও পুলিশের রিকুজেশন করা গাড়ির চালক ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মফিজুর রহমান। অপর লাশটি পরিবারের লোকেরা নিয়ে যায়।
সার্জেন্ট দুলাল জানান, ভোর ৫টার দিকে খালেক এন্টার প্রাইজের একটি বাস বিকল হয়ে মুলিবাড়ি এলাকায় দাঁড়িয়ে ছিলো। বিকল হওয়া বাসটিকে নিরাপত্তা দেবার জন্য পুলিশের রিকুজেশন করা একটি পিকআপ ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলো। ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালেক এন্টার প্রাইজের বাসটিকে ধাক্কা মারে। এতে বাসটি পুলিশের পিকআপের ওপর উঠে পড়লে ঘটনাস্থলেই চালক মফিজুরসহ দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়ে কনস্টেবল বাসেত মারা যান। এ ঘটনায় পুলিশের এস আই জিন্নাহ ও কনস্টেবল মনিরুল সহ ৫ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছে।