বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ

Slider জাতীয় সারাদেশ

Tongi Ijtema Photo-2

 

 

 

 

 

 
মো. পলাশ প্রধান/ আলী আজগর পিরু   ইজতেমা ময়দান; টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, বয়ান-কারগুজারি আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত তুরাগতীর। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব। সেই সঙ্গে সমাপ্তি ঘটবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫২তম বিশ্ব ইজতেমার।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে গতকাল শনিবার লাখ লাখ মুসল্লির উদ্দেশে তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বীরা পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান করেন। ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনত ও ৬ উসুলের ওপর বয়ান করা হয়। বাদ ফজর বয়ান করেন ভারতের হযরত মাওলানা জমশেদ আলী, বাদ জোহর ভারতের হযরত মাওলানা মোহাম্মদ মোরসালিন, বাদ আসর ভারতের হযরত মাওলানা মো. ইউসুফ আলী ও বাদ মাগরিব ভারতের হযরত মোহাম্মদ সা’দ বয়ান করেন।

এদিকে ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিন পার্শ্বে প্যান্ডেলের তাশকিলের কামরা স্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিটি খিত্তায় তাশকিলের জন্য বিশেষ স্থান রাখা হয়েছে। বিভিন্ন মেয়াদে আল্লাহর রাস্তায় বের হতে ইচ্ছুকরা নাম তালিকাভুক্ত করে সেখানে অবস্থান করছেন। কাকরাইলের মসজিদের মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের দেশের বিভিন্ন এলাকায় দ্বীনের মেহনতে পাঠানো হবে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করে, জর্ডান, লিবিয়া, আফ্রিকা, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, সৌদি আরব, ভারত, পাকিস্তান, ইংল্যান্ডসহ বিশ্বের ৯০টি দেশ থেকে সহস্রাধিক মুসল্লি।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার:
আজ আখেরি মোনাজাত উপলক্ষে পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া মুসল্লিদের যাতায়াতের জন্য গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা মাঠে প্রবেশের ১৭টি রাস্তায় পাঁচ স্তরের নিরাপত্তা তল্লাশি পেরিয়ে মুসল্লিদের মাঠে প্রবেশ করতে হচ্ছে। প্যান্ডেলের ভেতরে ও বাইরে মুসল্লি বেশে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পাঁচটি স্তরে নিরাপত্তা দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইজতেমা ময়দানের প্রবেশপথে ক্লোজ সার্কিট ক্যামেরা ও বিভিন্ন পয়েন্টে পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শনিবার মধ্য রাত থেকে মোনাজাত শেষে বিকাল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত, টঙ্গী-কালীগঞ্জ সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত, কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত এবং বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে।

আখেরি মোনাজাত সকাল সাড়ে ১১টার মধ্যে :
এবারের ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে ইজতেমা সূত্রে জানা গেছে। গাজীপুর জেলা পুলিশ ও বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি সূত্রে জানা যায়, আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ। গতকাল শনিবার দুপুর পৌনে ১টায় জেলা পুলিশের মিডিয়া সেন্টারে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর-রশিদ জানান, ইজতেমার আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বিরা জানিয়েছেন সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামবে টঙ্গীর ইজতেমা ময়দানে। এ দিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আখেরি মোনাজাত উপলক্ষে লাখ লাখ মুসল্লির আগমন ঘটে। সে কারণে ট্রাফিক ব্যবস্থার জোরদার করা হয়েছে। যানবাহন ও মুসল্লিদের চলাচল নির্বিঘœ করতে বিপুল সংখ্যক ট্রাফিক পুলিশ সদস্য রাস্তায় দায়িত্বে থাকবেন।
ইজতেমা ময়দানে ১ মুসল্লির মৃত্যু:

ইজতেমা ময়দানে শুক্রবার রাতে জয়নাল আবেদীন (৭০) নামে এক মুসল্লি ইন্তেকাল করেছেন। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ডোমারকান্দার উত্তর সালুয়া গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে জয়নাল আবেদীন ইজতেমা ময়দানে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশেষ ট্রেন সার্ভিস:
টঙ্গীর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে রেলওয়ে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে। ইজতেমায় আগত যাত্রীদের কথা বিবেচনা করে টঙ্গী রেলওয়ে জংশনে অতিরিক্ত টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৪৬ সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমা আয়োজন করা হয়। ১৯৬৬ সালে গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বর্তমান ময়দানে স্থানান্তর করা হয় বিশ্ব ইজতেমা।

২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। স্থান সংকুলান না হওয়া, অংশগ্রহণকারীদের বিভিন্ন অসুবিধা ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ইজতেমাকে দুই পর্বে ভাগ করা হয়।

গত ১৩ জানুয়ারী থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১৫ জানুয়ারি আখেরী মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেস হওয়ার পর মাঝে ৪দিন বিরতি দিয়ে গত ২০ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। আজ রোববার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ২০১৭ সালে ৫২তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *