ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক চাকরিচ্যুত

Slider ফুলজান বিবির বাংলা শিক্ষা

ডেস্ক | ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। পিএইচডি করতে শিক্ষা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পরে কর্মস্থলে যোগদান না করায় তাদেরকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের একটি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক নাফিস জামান শুভ এবং ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আহসানুল আকবর। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কয়েকজন সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উচ্চমান সহকারি কাম মুদ্রাক্ষরিক খায়রুল বাশারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *