বরগুনা: বরগুনার বামনায় ৫ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী ডেঙ্গু আক্রন্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার সকাল নয়টার দিকে বামনা হাসপালে তার মৃত্যু হয়। নিহত স্কুলছাত্রীর নাম নিপু রায় (১০)। সে উপজেলার রুহিতা গ্রামের লিটন চন্দ্র রায়ের মেয়ে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার বামনা হাসপাতালে ভর্তি হয় নিপু রায়।
নিহত স্কুলছাত্রী নিপু রায়ের বাবা লিটন চন্দ্র রায় জানান, ডেঙ্গু আক্রান্ত হওযার পর তার মেয়ে নিপু রায়কে বামনা হাসপাতালে নিয়ে যাওয়ার পর নিপুকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা অবহেলা করেন। কোনো প্রকার টেস্ট ও চিকিৎসাপত্র না দিয়ে নিপুকে সরাসরি হাসপাতালে ভর্তি করেন তিনি।
তিনি আরো বলেন, হাসপাতালের মেডিকেল অফিসার সোহেল রানার অবহেলায় তার মেয়ের অকাল মৃত্যু হয়েছে। তিনি চিকিৎসকের বিচার দাবি করেন।
এ বিষয়ে বামনা হাসপাতালের টিএইচএ ডা. বশির আহম্মেদ বলেন, চিকিৎসকের অবহেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর অভিযোগ আমি আপনাদের নিকট থেকে শুনলাম। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।