গাজীপুর জেলা শহরের জয়দেবপুর বাজারস্থ জনতা ব্যাংক গাজীপুর করপোরেট শাখা থেকে ৬০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ ব্যাংকের সিকিউরিটি গার্ড মো. নূরুল ইসলামকে (৫০) আটক করেছে।শনিবার রাতের কোনো এক সময় টাকা চুরির এই ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হাসেম ও ব্যাংক কর্মকর্তা সূত্রে জানা গেছে, জয়দেবপুর বাজারের তানভীর প্লাজার দ্বিতীয় তলায় ব্যাংকের ওই শাখাটি অবস্থিত। এর পাশে জনৈক জাকিরের কাপাড়ের দোকান রয়েছে। শনিবার রাত ১০টার দিকে জাকির কিছু ফলমূল নিয়ে আসে এবং টয়লেটে যাবার কথা বলে দায়িত্বরত সিকিউরিটি গার্ড মো. নূরুল ইসলামকে দিয়ে প্রধান ফটক খুলিয়ে ব্যাংকে প্রবেশ করে। পরে ফলমূল ও পানির সঙ্গে নেশা জাতীয় দ্রব্য নূরুল ইসলামকে খাইয়ে অচেতন করে লকার খুলে টাকা নিয়ে ব্যাংকের পেছনের দিকে জানালার গ্রিল খুলে পালিয়ে যায়।
ব্যাংক সহকারী মহা ব্যবস্থাপক মো. সোলাইমান জানান, ৬০ লাখ টাকা ছুরি হয়েছে।
জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হাসেম জানান, এ ঘটনায় ব্যাংকের সিকিউরিটি গার্ড মো. নূরুল ইসলামকে আটক করা হয়েছে।