দুই নেত্রীর পিছনে ঘুরলে কবরে কিছুই নিয়ে যেতে পারবো না

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা বাংলার মুখোমুখি রাজনীতি

44575_nura alam
ষ্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা: ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেছেন, দুই পরিবারের হাতে দেশ বন্দি। তাদের হাত  থেকে দেশকে মুক্ত করতে হবে। তিনি বলেন, দুই নেত্রীর পিছনে ঘুরলে কবরে কিছুই নিয়ে যেতে পারবো না।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ল্য করে নূরে আলম সিদ্দিকী বলেন, আপনি মালয়েশিয়া যাবেন কিন্তু দেশে আসবেন না এটা হতে পারেনা। মার না খেলে কেউ রাজনীতি করতে পারে না। আপনি ভবিষ্যতের কর্ণধার হবেন আর মার খাবেন না তা হবে না।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ঐতিহাসিক ৬ দফা দিবস’ উপলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সিদ্দিকী বলেন, শেয়ার বাজার লুট হয়ে গেছে। এই বাজেটে খেটে খাওয়া মানুষের জন্য কোন সু-সংবাদ নেই। সরকার ঘোষণা দিয়েছিল শেয়ার বাজারে দুর্নীতিকারীদের আইনের আওতায় আনবে। কিন্তু তা আর করা হয় নি।  অপর দিকে বেগম খালেদা জিয়া ছেলের মামলা প্রত্যাহার ও বাড়ি ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে। আসলে তাদের দু’জনের কেউই দেশের জন্য কথা বলেনা।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এম এ রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা আবুল হাসান চৌধুরী খালেদ এবং আহমদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *