ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপির বিরুদ্ধে নতুন কর্মসূচি শুরু করেছেন। ‘বিজেপি ভারত ছাড়ো’ নামে এ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে সামিল হয়েছেন শাসক দলটির নেতা-কর্মী ও সমর্থকরা৷
ব্রিটিশদের বিরুদ্ধে ‘ভারত ছাড়ো’ আন্দোলন শুরু হয়েছিল ১৯৪২ সালের ৯ অগস্ট পরাধীন ভারতে। এবার অনেকটাই সেই কায়দাতেই বৃহস্পতিবার ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস৷
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাকপুরে দলের ওই কর্মসূচি উপলক্ষে বেরিয়েছিল মিছিল৷ সেই মিছিলে দলের স্থানীয় নেতা-কর্মী-জন প্রতিনিধি-সমর্থকদের সঙ্গে পা মেলালেন বারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শীলভদ্র দত্ত৷ বৃহস্পতিবার বিকেলে টিটাগড় থানার সামনে থেকে শুরু হয় ওই মিছিল৷ শেষ হয় বারাকপুর চিড়িয়ামোড়ে৷
নতুন কর্মসূচির সমর্থনে এ মিছিলে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি৷ তাঁরা ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের পদত্যাগের দাবি করেন।
এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, ভারতের বিজেপি সরকার শুধু জাতিভেদ করছে, দাঙ্গা লাগাচ্ছে। তাই এই সরকারের পতনই এখন সময়ের দাবি। সূত্র : কলকাতা ২৪