১০টায় বাসা থেকে বের হবেন খালেদা জিয়া

Slider বাংলার আদালত

 104027_kh

 

ঢাকা: আগামীকাল সকাল ১০টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বকশীবাজারের আলীয়া মাদরাসায় স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশ্যে বের হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার তথ্যটি নিশ্চিত করেছেন। আগামীকাল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। এনিয়ে সারাদেশে উত্তেজনা বিরাজ করছে। সর্তক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বলেন, আমি কোনো অন্যায় করিনি। ন্যায় বিচার হলে খালাস পাবো। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই রায় নিয়ে বিএনপি অপরাজনীতি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *