গাজীপুরের বাহাদুরপুরে অষ্টাদশ রোভার মুট উদ্বোধন

Slider ঢাকা

Gazipur_map-daily-sun

 

 

 

 

গাজীপুর অফিসঃ

গাজীপুরের বাহাদুরপুরে ৬দিন ব্যাপী আয়োজিত অষ্টাদশ আঞ্চলিক রোভার  মুট ২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন  হয়েছে। বিকেলে বাহাদুরপুরের রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে রোভার মুট উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আ. ক. ম. মোজাম্মেল হক।

প্রধান অতিথী হিসেবে মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ১১০ বছর আগে প্রতিষ্ঠিত স্কাউট আন্দোলন আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এর কর্মীরা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য স্কাউটরা কাজ করছে।

তিনি আরো বলেন, ‘স্কাউটস আন্দোলনের লক্ষ্য হলো তরুণ-তরুণীদের শারীরিক, মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ। এই রোভার মুটে অংশ নেয়া আট হাজারেরও বেশি শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করবে।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি মো. আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব ও ক্রিড়া মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রকল্প) মো. মহসিন, রোভার অঞ্চলের সম্পাদক এ কে এম সেলিম চৌধুরী।

আরোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আ. ক. ম. মোজাম্মেল হক পায়রা ও বেলুন উড়িয়ে মুট উদ্বোধন করেন। পরে ডিসপ্লে, নাচ,গানের আয়োজন করা হয়।

অষ্টাদশ আঞ্চলিক রোভার মুটে অংশ নেয়া ৭৬০ টি দলের প্রায় ৭ হাজার রোভার স্কাউট ১৪টি চ্যালেঞ্জে অংশ নেবে। তাদের মধ্যে প্র্য় দেড় হাজার যুব মহিলাও রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *