মহাকাশ থেকে ভোট দিয়েছেন মার্কিন নভোচারীরা

Slider টপ নিউজ

39395_sdf

 

ঢাকা; মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) জানিয়েছে নভোচারী শেন কিমব্রো ও কেট রুবিন্স শূন্য মধ্যাকর্ষণে (জিরো গ্রাভিটি) থেকেও ভোট দিয়েছেন। ‘ভাসতে ভাসতে ভোট দিন’ – নাসার এমন প্রচারাভিযানের অংশ হিসেবে এ দুই নভোচারী নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ খবর দিয়েছে এনবিসি নিউজ।
খবরে বলা হয়, মহাকাশে রওনা হওয়ার আগে অর্থাৎ ১ বছর আগে তারা ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। মহাকাশে থাকা অবস্থায় কোন কোন নির্বাচনে তারা অংশ নিতে চান, তা আগেই তারা জানিয়ে রেখেছিলেন। ১৯৯৭ সালের একটি আইনানুসারে টেক্সাসের কোন বাসিন্দা মহাকাশ থেকেও ভোট দিতে পারেন। নাসার এ দুই নভোচারী আইনের এ সুযোগই সদ্ব্যাবহার করেছেন।
বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত একমাত্র আমেরিকান নভোচারী হলেন কিমব্রো।
স্পেস ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিন্স বলেন, মহাকাশ থেকে ভোট দিতে তিনি উদগ্রীব ছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা এত উপর থেকে ভোট দিচ্ছি, এটা দারুণ একটা ব্যাপার। আমি মনে করি, সব ক’টি নির্বাচনে ভোট দেওয়াটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই হ্যাঁ, আমি ভোট দিয়েছিলেন।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *