উনি তাঁর বাসভবনে আছেন, আমরা কি নির্দেশনা দিতে পারি?–দায়িত্বরত প্রধান বিচারপতি

Slider জাতীয় বাংলার আদালত

14b5d8ff01dd62e219926109803012f4-5978704f84be0

 

 

 

 

 

ঢাকা: দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেছেন, ‘আমি নিশ্চিত উনি তাঁর (বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা) বাসভবনে আছেন। তিনি কার সঙ্গে দেখা করবেন বা করবেন না, এটি কি আমাদের কাজ? আমরা কি নির্দেশনা দিতে পারি?’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বর্তমান অবস্থা নিয়ে ও বিভ্রান্তি দূর করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবীদের আদালতে দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে দায়িত্বরত প্রধান বিচারপতি আজ বৃহস্পতিবার এসব কথা বলেন। দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে আজ সকালে একটি আরজি আদালতে তুলে ধরেন সমিতির সভাপতি। এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলীও বক্তব্য দেন।

শুরুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন একটি লিখিত আরজি তুলে ধরে গত ২ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে যাওয়া ও সাক্ষাৎ করতে না পারার কথা বলেন। তিনি বলেন, সাক্ষাৎ করতে গেলে তাদের যেতে দেওয়া হয়নি।

দায়িত্বরত প্রধান বিচারপতি বলেন, ‘সংবিধানের ১০৩ এর আওতায় এটি পড়ে কি না? পড়লে আমরা যেতে পারি।’

এরপর জয়নুল আবেদীন বলেন, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য এ আরজি। দায়িত্বরত প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আইনের অধীন। জেনেছি উনি অসুস্থতার জন্য পারফর্ম করতে পারছেন না। তাই জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি।’

শেষ পর্যায়ে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, ‘আমরা আপনাদের কথা শুনলাম। আমরা চিন্তা করে দেখব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *